বড়লেখায় পারিবারিক কলহের জেরে ব্যবসায়ীর আত্মহত্যা :তথ্য দিতে জরুরী বিভাগের ডাক্তারের গড়িমসি
প্রকাশিত হয়েছে : ৫:৩৪:৪৯,অপরাহ্ন ২৮ জুলাই ২০১৯
বিশেষ প্রতিবেদক :: বড়লেখায় ফয়সল আহমদ (২৬) নামে এক ব্যবসায়ীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। শনিবার দুপুরে স্ত্রী ও মামাদের সাথে পারিবারিক কলহের জেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান তিনি।স্বজনরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে মুমূর্ষু অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। প্রায় সাড়ে ৫ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে সেখানে সন্ধ্যা সাড়ে ৭টায় মারা যান তিনি ।আত্মহত্যাকারী ব্যবসায়ীর তথ্য দিতে গড়িমসি করেন বড়লেখা উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আঞ্জুমানারা বেগম।
হাসপাতাল ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনীর ফয়সল ভেরাইটিজ ষ্টোরের স্বত্তাধিকারী ব্যবসায়ী ফয়সল (২৬) আহমদ শহরের বারইগ্রামে মামা আব্দুল হামিদ, নজরুল ইসলাম ও আব্দুর রহমানের বাড়িতে থেকে ব্যবসা করছেন। তিনি মৃত আব্দুল মজিদের ছেলে। প্রায় ৩ মাস পূর্বে তিনি বিয়ে করেছেন।
মায়ের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার বেলা পৌনে দু’টায় দোকান খোলা রেখে দুপুরের খাবার খেতে তিনি বাড়ি যান। পারিবারিক কলহের এক পর্যায়ে ভাত না খেয়েই ব্যবসায়ী ফয়সল আহমদ আত্মহত্যার উদ্দেশ্যে বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সন্ধ্যা সাড়ে ৭ টায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। আত্মহত্যাকারী ব্যবসায়ী ফয়সলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার প্রতিবেশি ও উত্তর চৌমুহনার ব্যবসায়ীরা। অত্যন্ত ভদ্র-নম্র অমায়িক ব্যবহারের অধিকারী তরুন ব্যবসায়ীর মৃত্যুতে ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে বিষপানে আত্মহত্যাকারী ব্যবসায়ীর তথ্য জানতে বিকেলে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের সরকারী ফোন নাম্বারে যোগাযোগ করলে মেডিকেল অফিসার ডা. আঞ্জুমানারা বেগম নিজের পরিচয় ও রোগীর তথ্য দিতে গড়িমসি করেন। এমনকি দ্বিতীয় বার কেন তাকে ফোন দেয়া হলো এর কৈফত চান।