জুড়ীতে ৮ দিনে ৩ লাশ উদ্ধার : স্কুলছাত্রীর রহস্যময় মৃত্যু নিয়ে গুঞ্জন
প্রকাশিত হয়েছে : ১১:২০:৩৬,অপরাহ্ন ২৬ জুলাই ২০১৯
থানা পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, নিখোঁজের ৩ দিন পর গত ২০ জুলাই বিকেলে শিপুল মিয়া (২৫) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার শাহপুর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে। নিহত শিপুল মিয়ার পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে খুন করে হাওরে তার লাশ ফেলে দেয়া হয়। এ ঘটনায় হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন কর্মসুচি পালন করেছেন।
এদিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের হামিদপুর গ্রামের জলাশয়ে গত ২১ জুলাই মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সামাদ খা (১৭) নামে এক কিশোরের রহস্যজনক মৃত্যু ঘটে। আহত হয় শাহীন আহমদ (১৯) ও কাশেম মিয়া (৩৪) নামে অপর ২ ব্যক্তি। নিহত সামাদ খা গ্রামের আনোয়ার খা’র ছেলে।
অপরদিকে গত ২৩ জুলাই দুপুরে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের মোকামটিলা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন দাস (২২) নামে এক ইলেক্ট্রিসিয়ানের মর্মান্তিক মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায়।
গত ২০ জুলাই বোরকা পরে দুই নারীকে ভয় দেখাতে গিয়ে ফেঁসে যায় শাহ আলম (২৪) নামে এক যুবক। সকালে উপজেলার সাগরনাল ইউনিয়নের মাধবটিলা গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ছেলেধরা সন্দেহে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আলম উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ভাঙ্গারপার গ্রামের মো. মাসুকের ছেলে।
উপজেলার হোসন আলী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী ও পশ্চিম বড়ধামাই গ্রামের কাতার প্রবাসী কাজল মিয়ার মেয়ে শাহিমা আক্তার অপির (১৩) রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানামূখী গুঞ্জন। স্কুলছাত্রীর মা ‘আত্মহত্যায়’ মেয়ে মারা গেছে দাবী করে থানায় ইউডি মামলা করলেও প্রতিবেশী অনেকের দাবী ঘটনাটি নিছক আত্মহত্যা নয়। এটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রবাসী স্বামীর সাথে স্ত্রীর দাম্পত্য বিরোধের করুণ বলি হয়েছে মেধাবী স্কুলছাত্রীটি। এজন্য ময়না তদন্ত ছাড়াই তড়িগড়ি করে অপির লাশ দাফন করা হয়।
জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ৪ লাশ উদ্ধারের ঘটনায় থানায় পৃথক ইউডি মামলা হয়। অটোচালক শিপুল মিয়ার ময়না তদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে। স্কুলছাত্রীর মৃত্যুর ব্যাপারে স্বজনদের কেউ অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ছেলেধরা গুজবে আতঙ্কিত না হতে পুলিশ গণসচেতনা বৃদ্ধিতে প্রচারণা চালিয়ে যাচ্ছে।