বড়লেখায় সেই অজগর সাপ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১:২৭:৩৮,অপরাহ্ন ২৪ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে গাছের ডালে পেঁচানো বিরাট আকৃতির সেই অজগর সাপটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে মৌলভীবাজার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের সদস্যরা এসে সাপটি উদ্ধার করে।
সরেজমিনে জানা যায়, মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১ টার দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের সোনাই নদীর তীরবর্তী ভবানীপুর গ্রামের আব্দুস সাত্তার’র বসতভিটা সংলগ্ন গুরুস্থানের একটি উঁচু গাছের ডালে বেড়ি পাকানো বিরাট আকৃতির এই সাপটি দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে মঙ্গলবার রাত পৌনে নয়টার দিকে মৌলভীবাজার বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের সদস্যরা এসে সাপটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় উৎসুক জনতার ঢল নামে।
বনবিভাগের বড়লেখা রেঞ্জ সূত্রে জানা গেছে, সাপটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। ওজন ১৫ কেজির মতো। সাপটি উদ্ধারের পর বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের লোকজন নিয়ে গেছেন।