বড়লেখায় “ছেলেধরা” গুজব ঠেকাতে পুলিশের নানামুখি প্রচারণা
প্রকাশিত হয়েছে : ১:৪১:৪১,অপরাহ্ন ২৩ জুলাই ২০১৯
বড়লেখার ডাক ডেস্ক : সাম্প্রতিক সময়ে “ছেলেধরা” গুজব ও গণপিটুনির ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।এর পরিপ্রেক্ষিতে গুজবে আতঙ্কিত না হতে বড়লেখা উপজেলায় থানা পুলিশের পক্ষ থেকে নানামুখি সচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
উপজেলার দশটি ইউনিয়ন ও পৌর এলাকায় মাইকিং, প্রচারপত্র বিলি ছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়েও প্রচারণা চালানো হয়েছে।
সোমবার (২২ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিলি ও শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়ে প্রচারণা চালানো হয়।এর আগে রবিবার উপজেলার বিভিন্ন এলাকায় বিষয়ে মাইকিং করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে ধরা সন্দেহে বড়লেখায় কয়েকজনকে গণপিটুনি দিয়ে আহত করার ঘটনা ঘটেছে। জনমনে এর ব্যাপক প্রভাব পড়েছে। এতে সাধারন মানুষের মাঝে একধরনের আতঙ্ক বিরাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী উপস্থিতি হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার জন্য সোমবার সকাল থেকে থানা পুলিশের উদ্যোগে উপজেলার দশটি ইউনিয়ন, পৌরসভা এলাকায় মাইকিং, প্রচারপত্র বিলি ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রচারণা চালানো হয়।
প্রচারণায় বলা হয় গণপিটুনি দিয়ে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা একটি ফৌজদারী অপরাধ। কেউ এধরনের গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরো বলা হয়, জরুরি প্রয়োজনে জনসাধারণ ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা নিতে পারবেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ছেলে ধরার বিষয়টি সম্পূর্ণ গুজব। আমরা ব্যাপক প্রচারণা চালাচ্ছি। পাঁচ হাজার লিফলেট পৌরসভা ও দশ ইউনিয়নে একযোগে বিলি করা হয়েছে। মাইকিংও করানো হয়েছে। এটা অব্যাহত থাকবে।