গুজবে কান না দিতে বড়লেখা থানা পুলিশের মাইকিং
প্রকাশিত হয়েছে : ১২:২৬:৫৮,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: চলমান গুজবে কান দিয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দিতে বড়লেখা থানা পুলিশের উদ্যোগে মাইকিং করা হয়েছে। আজ রোববার (২১ জুলাই) বিকেলে বড়লেখা উপজেলাজুড়ে এ মাইকিং করানো হয়।
মাইকিংয়ে বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় অপরিচিত ব্যক্তিকে দেখে ছেলেধরা সন্দেহে একশ্রেণির উৎসুক জনতা গুজব রটানোর মাধ্যমে গণপিটুনী দিচ্ছে। এ সকল পরিস্থিতিতে গুজবে কান না দিয়ে তৎক্ষনাৎ থানায় যোগাযোগ করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করা হয়।
আরো বলা হয়, গুজব দ্বারা প্রভাবিত হয়ে গণপিটুনি দেয়া একটি ফৌজদারী অপরাধ। জরুরি প্রয়োজনে জনসাধারণ ৯৯৯ নম্বরে কল দিয়ে সহায়তা নিতে পারবেন।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন এলাকায় ছেলেধরা সন্দেহে ব্যাপকভাবে গণপিটুনির ঘটনা ঘটছে। গত কয়েকদিনে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে রাজধানীসহ সারা দেশে চারজন নিহত হয়েছেন। এছাড়া চার নারীসহ ১৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।