ছাতকে ছেলেধরা সন্দেহে গণপিটুনির পর পুলিশে সোপর্দ
প্রকাশিত হয়েছে : ১০:০১:০২,অপরাহ্ন ২১ জুলাই ২০১৯
রোববার (২১ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, “বিকেলে ওই এলাকায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে আটকে রেখে পিটুনি দেয় এলাকাবাসী। পরে ইউপি চেয়ারম্যান পুলিশকে অবগত করলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।”
পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, “তাকে উদ্ধারের পর ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি একজন মানসিক প্রতিবন্ধী। এমন কি তিনি তার নাম পরিচয় কিছুই বলতে পারছেন না।”
এদিকে ছেলেধরা গুজবে কান না দেওয়ার জন্য ছাতক থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে মাইকিং করে জনগণকে সচেতন করা হবে বলে জানিয়েছেন তিনি।