বড়লেখায় ছেলেধরা নয়: আটক ২ যুবক মাদকসেবী
প্রকাশিত হয়েছে : ১০:৫৩:৩৫,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯
ফলোআপ রিপোর্ট : বড়লেখার দৌলতপুর বাজারে শুক্রবার রাতে ছেলেধরা সন্দেহে দুই যুবককে পিটিয়ে আধমরা করেছে স্থানীয় জনতা। তারা মূলত মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
শনিবার বিকেলে তাদের আদালতের মাধ্যেম কারাগারে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছে- সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মৃত আব্দুস ছত্তারের ছেলে মানিক মিয়া (২৫) এবং বিয়ানীবাজার উপজেলার মতছিন আলীর ছেলে শাহনূর মিয়া (২৫)।
পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে আটটায় মানিক ও শাহনুর দৌলতপুর বাজারে মদ খেয়ে মাতলামি করছিল। তাদের অসংলগ্ন কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হয়। একপর্যায়ে স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাদের আটক করে পিটিয়ে আধমরা করে দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত ১১টায় তাদের উদ্ধার কওে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু চৌধুরী আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শরীফ উদ্দিন শনিবার সন্ধ্যায় জানান, আটককৃতরা মূলত মাদকসেবী। ঘটনার সময় তারা দৌলতপুর বাজারে মাদক খেয়ে মাতলামী করছিল। এসময় স্থানীয় লোকজন তাদের ছেলেধরা সন্দেহে আটকে মারধর করেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, আটককৃত ওই ২ যুবক ছেলেধরা নয়, এরা মাদকসেবী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।