বড়লেখায় ছেলেধরা সন্দেহে ২ মাতাল আটক করে গণপিটুনি
প্রকাশিত হয়েছে : ২:৪২:০১,অপরাহ্ন ২০ জুলাই ২০১৯
খবর পেয়ে শাহবাজপুর ফাঁড়ি পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় আটক শাহনুর ও মানিক দু’জনেই বিয়ানীবাজারের বাসিন্দা। আটক শাহনুর বিয়ানীবাজার উপজেলার ফতেহপুর(বড়বাড়ী) গ্রামের মতছির আলীর ছেলে।
অপর যুবক মানিকের বাড়ি সিলেট। পেশায় মোটর ম্যাকানিক হিসেবে সে দীর্ঘদিন ধরে বিয়ানীবাজার পৌরশহরের সুপাতলায় একটি গাড়ির গ্যারেজে কাজ করে আসছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিজ বাহাদুরপুর ইউপির দৌলতপুর বাজার সংলগ্ন
ইটাউরি হাজি ইউনুছ মিয়া মেমোঃ উচ্চ বিদ্যালয় সম্মুখে মোটরবাইক আরোহী দুই অজ্ঞাত পরিচয় যুবক কান্দিগ্রাম (নয়াপাড়া) গ্রামের নুরুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম রানা (১০)-কে ঝাপটে ধরতে চাইলে সে চিৎকার দেয়। চিৎকার শুনে স্থানীয়রা মোটবাইক আরোহী ওই দুই যুবককে ধাওয়া দিয়ে আটক করে। এসময় উত্তেজিত জনতার হাতে গণপিটুনীর শিকার হয় ওই দুই যুবক । খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে।
এ বিষয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মিথুন দাস জানান, “ খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে যাই। আটককৃত দুই যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নেশাগ্রস্থ যুবক বলে মনে হয়েছে। ছেলেধরা বিষয়ে গোজবের কারণে এলাকাবাসী সন্দেহের বশঃবর্তী হয়ে আটক করে। গণপিঠুনিতে তারা মারাত্বক আহত হয়েছে । প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহনের জন্য তাদেরকে বড়লেখা থানায় পাঠানো হয়েছে। “