সংক্ষিপ্ত সফরে আজ বড়লেখায় আসছেন পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১২:১৩:৫১,অপরাহ্ন ১৯ জুলাই ২০১৯
সেখান থেকে সড়কপথে বড়লেখার উদ্দেশ্য রওয়ানা হয়েছেন তিনি। আজ এদিন জুড়ী ও বড়লেখায় বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মন্ত্রী।
পরদিন ২০ জুলাই সিলেটে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিন মৌলভীবাজারের রাজনগর উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। সেখান থেকে বিকেলে মৌলভীবাজার সমিতি, সিলেটের নবনির্বাচিত কমিটির অভিষেক ও স্মারক-২০১৯ এর প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেবেন।
পরদিন ২১ জুলাই সকালে বিমানেযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।