জুড়ীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৪:২২:২৭,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯
জুড়ী প্রতিনিধি :: জুড়ী থানা পুলিশ ৩ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও ১ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী এটোর্নি আর্মি খাসিয়াকে (৪০) বুধবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। সে ফুলতলা ইউপির এলবিনটিলা খাসিয়া পুঞ্জির মৃত ক্লিপ খাসিয়ার ছেলে। বুধবার বিকেলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, মৌলভীবাজার আদালতের বন আইনের বিভিন্ন ধারার সিআর-৫২/১৮, সিআর-৫৭/১১ ও সিআর-৪৭/১৬ মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত একং বন আইনের অপর সিআর-৫৭/১৩ নং মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত পলাতক আসামী এটোর্নি আর্মি খাসিয়াকে (৪০)। বুধবার ভোরে জুড়ী থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
জুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামী এটোর্নি আর্মি খাসিয়াকে বুধবার বিকেলে আদালতে সোপর্দ করেছেন।