বড়লেখায় পাকা রাস্তায় জনদুর্ভোগ
প্রকাশিত হয়েছে : ১১:৩৮:৪৫,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯
পীচঢালা সড়কটির মাত্র ২০ গজ যায়গা জুড়ে এমন বেহাল দশার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার নিজ বাহাদুরপুর, উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ৩ ইউনিয়নের কয়েক হাজার মানুষ।
বুধবার (১৭জুলাই)সরেজমিনে জানা গেছে, গত কয়েকদিনের অতিবৃষ্টিপাত ও কুলাউড়া-শাহবাজপুর রেললাইন পুনঃস্থাপন কাজে নিয়োজিত মালবোঝাই ভারী ট্রাক চলাচলে শাহবাজপুর-বিয়ানীবাজার সড়কের আলী ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় মাত্র ২০ গজ যায়গা দেবে গিয়ে পীচ উঠে গেছে। সৃষ্টি হয়েছে খানাখন্দ। এতে ব্যস্ততম এই সড়ক দিয়ে যাতায়াতের সময় প্রায়ই গাড়ি আটকে যায়। এসময় দুর্ভোগে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী,চাকুরীজীবিসহ চিকিৎসাপ্রত্যাশী অসুস্থ লোকজন। রাস্তাটিতে দ্রুত স্থায়ী মেরামত না করা হলে যে কোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা।
এ রাস্তা দিয়ে যাতায়াতকারী এবং স্থানীদের অনেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ক্ষুভ প্রকাশ করেছেন। নিয়মিত বিয়ানীবাজারের যাত্রী ব্যাংকার হাসান শামীম তাঁর ফেইসবুক আইডিতে লিখেছেন-
“শাহবাজপুর -বিয়ানীবাজার সড়কের বেহাল অবস্থা। দেখার কেউ নেই। মালবাহী ট্রাক চলাচলের কারণে রাস্তার বিভিন্ন অংশ দেবে গেছে। এভাবে চলতে থাকলে রাস্তাটি মাটির সাথে মিশে যাবে।”
রাস্তাটির এমন দশা দেখে পারভেজ মামুন নামে একজন স্থানীয় ফেইসবুকার তাঁর পোষ্টে লিখেছেন- “লিবিয়া হয়ে ইতালি আপনি হয়তো নিঃসন্দেহে পৌছাতে পারবেন।কিন্তু শাহবাজপুর থেকে বিয়ানীবাজার যেতে হলে আপনাকে এই মরণ ফাদটি পাড়ি দিতে হবে কোন সন্দেহ নেই। আর যদি মুমূর্ষ রুগি নিয়ে হাসপাতালে যেতে চান তাহলে মর্গ হয়ে যেতে পারে আপনার গাড়ি।সকলের কাছে অনুরুধ এই ফাদটি একবারের জন্য হলেও ভ্রমণ করে নিজেকে ধন্য করবেন।”
রাস্তাটি দ্রুত স্থায়ী মেরামত করার না হলে যে কোন সময় যানচলাচল বন্ধ হয়ে যেতে পারে এমনটি মনে করছেন স্থানীয়রা।