বড়লেখায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় বেড়েছে পাশের হার
প্রকাশিত হয়েছে : ১১:২৭:২৩,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফলে ৬টি কলেজের ১৮৫৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১১২৯ জন। বড়লেখা সরকারি কলেজ ও নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজ থেকে ১জন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে । উপজেলায় পাশের দিক থেকে এগিয়ে রয়েছে এম. মন্তজিম আলী কলেজ। এ কলেজ থেকে ১২১ জন অংশ নিয়ে ১টি জিপিএ-৫সহ পাশ করেছে ১০৮ জন। সেখানে পাশের হার ৮৯.২৬%।
মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত আলীম পরীক্ষার ৬টি মাদরাসা হতে ১৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৬৩ জন পাশ করেছে। পাশের হার ৯৪.৩৩ %। জিপিএ-৫ ফাইভ পায়নি কেউ। শতভাগ পাশ নিয়ে উপজেলায় সেরা হয়েছে পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসা।
কারিগরিতে একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬জন জিপিএ ফাইভ সহ পাশ করেছে ৫৬ জন। পাসের হার ৯৩.৩৩।
গত বছর উপজেলায় উচ্চ মাধ্যমিকে এ পাশের হার ছিল ৫৩.৭৯%। কোন জিপিএ-৫ ছিল না। কারিগরিতে ছিল ৯৪.৭৩%। মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ছিলো ৮৯%। কোনও শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।