বড়লেখায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় তৎপর প্রশাসন: প্রস্তুত ৯টি আশ্রয় কেন্দ্র
প্রকাশিত হয়েছে : ১২:০৩:০৬,অপরাহ্ন ১৭ জুলাই ২০১৯
মঙ্গলবার (১৬ জুলাই) প্রশাসনিক কর্মকর্তাদের সাথে উপজেলার তালিমপুর ইউনিয়নের বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এসব জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ ।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও মো. শরীফ উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম প্রমুখ।
জানা গেছে, গত কয়েক দিনের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওর তীরবর্তী তালিমপুর, বর্নি ও সুজানগর ইউনিয়নের ১৭টি গ্রাম প্লাবিত হয়েছে।পানিবন্দী হয়ে পড়ায় উপজেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।
এদিকে মঙ্গলবার উপজেলার কোথাও বৃষ্ঠিপাত না হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।