মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি
প্রকাশিত হয়েছে : ২:৩৩:১৪,অপরাহ্ন ১৫ জুলাই ২০১৯
নিউজ ডেস্ক: উজান থেকে নেমে আসা ঢল ও অতিবৃষ্টির ফলে মৌলভীবাজারে নদ নদীগুলোর পানি বেড়ে গত দুই দিনে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। সদর উপজেলার হামোরকোনা এলাকায় ভাঙ্গন এবং ব্রাক্ষন গ্রাম এলাকায় পানি উপচে খলিলপুর ইউনিয়নের ৫টি গ্রাম প্লাবিত হয়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্থরা।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সকল দপ্তরের ছুটি বাতিল করা হয়েছে। বন্যাদূর্গত খলিলপুর ইউনিয়নে ২ মেট্রিক টন চাল ও ৪ শত প্যাকেট শুকনা খাবার বরাদ্ধ দিয়েছে জেলা প্রশাসন।