বড়লেখা থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৯:৪৮:৫৮,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯
ডেস্ক রিপোর্ট :: বড়লেখা থেকে রুলি বেগম (৪৫) নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার (১১জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়লেখা মধ্যবাজার ডাকবাংলোর সামনা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯ সদস্যরা।
গ্রেফতারকৃত রুলি বেগম মৌলভীবাজারের রাজনগর থানার করিমপুর চা-বাগানের মৃত শাহাদাত আলীর স্ত্রী।
তাকে রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. মনিরুজ্জামান।