বড়লেখায় বাইক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
প্রকাশিত হয়েছে : ৫:২১:৫৪,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক :: বড়লেখা পৌর এলাকায় মোটরবাইক দুর্ঘটনায় রেদওয়ান হোসেন(১৬) নামে স্থানীয় এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল ৪ টার দিকে বড়লেখা-চান্দগ্রাম সড়কের গাজিটেকা আদিত্যের মহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত রেদওয়ান হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত রেদওয়ান হোসেন বড়লেখা পিসি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং বড়লেখা পৌরএলাকার গাজীটেকা গ্রামের বাবুল আহমদের ছেলে।
স্থানীয় এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রেদওয়ান হোসেন বৃহস্পতিবার (১১জুলাই) বিকেল ৪টার দিকে মোটরবাইক চালিয়ে বড়লেখা বাজারে যাওয়ার পথে বড়লেখা-চান্দগ্রাম সড়কের গাজিটেকা আদিত্যের মহাল (ইকরা স্কুলের সামনে) এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে স্থানান্তরের পরামর্শ দিলে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টায় তার মৃত্যু ঘটে।
আজ শুক্রবার ২.৩০ মিনিটে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।