লন্ডন যাচ্ছেন ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন
প্রকাশিত হয়েছে : ৭:৩১:১৩,অপরাহ্ন ১২ জুলাই ২০১৯
সেখানে তাঁর ৪ সপ্তাহের বেশি সময় থাকার কথা রয়েছে। তাঁর অবর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন চেয়ারম্যান প্যানেলের সদস্য সেলিম আহমদ খান। উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদ সচিব বাহার শ্যাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন ।
লন্ডনে অবস্থানকালে তিনি সেখানে বসবাসরত পরিবারের সাথে সময় কাঠানোর পাশাপাশি লন্ডনের বিভিন্ন বাঙালী কমিউনিটি সংগঠনের সাথে বৈঠক করবেন। এছাড়াও “চেয়ারম্যান কল্যাণ ট্রাস্ট- উত্তর শাহবাজপুর” এর সদস্য ও সুধীজনদের সাথেও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন ।
আজ শুক্রবার (১২ জুলাই) সকাল ৯ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। যাত্রার প্রাক্কালে তিনি জনসাধারণের কাছে দোয়া কামনা করেছেন ।