পরিবেশ সংক্রান্ত বিষয়ে বিশ্ব ব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান পরিবেশ মন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ৯:১৫:২৩,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯
বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনএবল এনভায়রনমেন্ট প্রজেক্ট এবং স্ট্রেনন্থেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রটেকশন প্রজেক্টে বিশ্বব্যাংকের আর্থিক সহায়তার কথা উল্লেখ করে পরিবেশ উন্নয়নের অন্যান্য সেক্টরেও বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
জবাবে জন রোমে বলেন, বর্তমানে বিশ্বব্যাপী বায়ুদূষণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু, এটি অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে জড়িত।
বায়ুদূষণ রোধে বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করে তিনি বলেন, এ পদক্ষেপ আরও ব্যাপকভাবে কার্যকর করতে হবে।