বড়লেখায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ৮:০৭:৩১,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯
নিজস্ব প্রতিবেদক:: “জনসংখ্যা ও উন্নয়নে আন্তর্জাতিক সম্মেলনের ২৫ বছর: প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১জুলাই) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ বর্ণাঢ্য র্যালি বের করে । পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ. শামীম আল ইমরানের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক ফারুক আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন- বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার, সুজানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নছিব আলী, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, ডা. আব্দুল মুকিত প্রমুখ।
পরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে অবদানের জন্য বড়লেখায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রীতম কান্তি দে, শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ বড়লেখা সদর ইউনিয়ন, শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বড়লেখা সদর ক্লিনিকের মোসাম্মৎ দিলারা বেগম, শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী শিপ্রা রানী পাল, শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মোঃ. ছামিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান উত্তর শাহবাজপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে ক্রেস্ট ও প্রশংসাপত্র প্রদান করে পুরস্কৃত করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, বড়লেখা সদর ইউনিয়নের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ লুৎফুর রহমান, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা ঈয়াসমিন, স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ সুমন কুমার দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক উত্তম কুমার দে, সুমন চন্দ্র নাথ, পরি-দর্শিকা মনোয়ারা বেগম, পরিবার পরিকল্পনা সহকারী সীমা রানী সরকার, আবুল কালাম আজাদ, দুলাল মিয়া প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।