জুড়ীতে অতিরিক্ত পদবি ব্যবহারকারী ২ চিকিৎসককে দেড় লাখ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৯:২৯:৫৮,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, ব্যবস্থাপত্রে অতিরিক্ত পদবি ব্যবহার করায় ডা. আব্দুল হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। কলেজ রোডে নিজ চেম্বারে অভিযান চালিয়ে তাকে জরিমানা করা হয়। ডা. আব্দুল হান্নান উপজেলার আমতৈল গ্রামের বুরহান উদ্দিনের ছেলে। অপরদিকে পলীচিকিৎসক হয়েও ব্যবস্থাপত্রে নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করায় পলীচিকিৎসক মো. বেলাল হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করেন প্রথম শ্রেণীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও অসীম চন্দ্র বণিক। মো. বেলাল হোসেন মৃত মজিবুর রহমানের ছেলে।
ইউএনও অসীম চন্দ্র বণিক অতিরিক্ত পদবি ব্যবহারের দায়ে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইনে দুই ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করার সত্যতা স্বীকার করেন।