বড়লেখায় ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৭:১১:৫৬,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯
আব্দুর রব || বিয়ানীবাজার থানার একটি চুরির মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী সালেহ আহমদকে (৫৫) বিয়ানীবাজার থানা পুলিশ মঙ্গলবার রাতে বড়লেখা থেকে গ্রেফতার করেছে। সে প্রায় ১৭ বছর ধরে বড়লেখা উপজেলার কুইয়ারীটিলা গ্রামে বসবাস করছে। গ্রেফতার আসামী সালেহ আহমদ বিয়ানীবাজার উপজেলার ছোটদেশ গ্রামের মৃত মোস্তফা উদ্দিনের ছেলে।
পুলিশ জানিয়েছে, বিয়ানীবাজার থানার জি.আর-৩১/৯০ নং চুরির মামলার রায়ে আসামী সালেহ আহমদের বিরুদ্ধে ৩৮০, ৪৫৭ ও ৫১১ ধারায় ৪ বছরের সাজা প্রদান করেন সিলেট ম্যাজিষ্ট্রেট আদালত।
রায়ের পর থেকে সে আত্মগোপন করে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির কুইয়ারীটিলা গ্রামে বসবাস করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার থানার এএসআই জিতু মিয়া ও এএসআই তালেব আলী বড়লেখার থানার এএসআই পিযুষ দাসের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
বড়লেখা থানার ওসি (তদন্ত) মো. জসীম বিয়ানীবাজার থানার একটি মামলায় ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী সালেহ আহমদকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারের পরই তাকে বিয়ানীবাজার থানায় নিয়ে যাওয়া হয়েছে।