ভূমধ্যসাগরে নৌকাডুবির কবল থেকে ৩৭ বাংলাদেশি উদ্ধার
প্রকাশিত হয়েছে : ৫:৫৯:৪৯,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯
ভূমধ্যসাগরে নৌকাডুবির কবল থেকে ৩৭ বাংলাদেশিসহ ৭১ অভিবাসীকে উদ্ধার করেছে তিউনিশিয়ার উদ্ধারকারীরা। তারা লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাচ্ছিল বলে মঙ্গলবার (৯ জুলাই) জানিয়েছে তিউনিশীয় কর্তৃপক্ষ।
সোমবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধপথে ইতালি যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এর মাত্র কয়েকদিন আগেই একইপথে পাড়ি দেওয়ার সময় ৮০ জন অভিবাসীকে নিয়ে ভূমধ্যসাগরে তলিয়ে গিয়েছিল একটি নৌকা।
তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র হুসেম এদ্দিন জাবালির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৩৭ বাংলাদেশি অভিবাসীসহ নৌকাটি সোমবার লিবিয়ার জুয়ারা শহর থেকে যাত্রা শুরু করে এবং তিউনিশিয়ার কেরকেন্নাহ দ্বীপের কাছাকাছি এসে ডুবতে শুরু করে।
জানা গেছে, নৌকাটিতে থাকা ৭১ যাত্রীর সবাইকে উদ্ধারে সমর্থ হয়েছে উদ্ধারকারীরা। তাদের মধ্যে ৩৭ বাংলাদেশি, আটজন মরক্কান, সাতজন আলজেরিয়ান, চারজন সুদানিজ, দুইজন চাদ প্রজাতন্ত্রের এবং একজন তিউনিশিয়ার।
তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তিউনিশিয়ার ন্যাশনাল গার্ডের মুখপাত্র।
উল্লেখ্য, প্রায়ই লিবিয়া থেকে অবৈধপথে সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় এধরনের দুর্ঘটনার শিকার হন অভিবাসীরা।
খবর: ঢাকা ট্রিবিউন।।