হাতে ফুল ও পাঠ্যপুস্তক তুলে দিয়ে দৌলতপুর মাদরাসায় নবীন শিক্ষার্থীবরণ
প্রকাশিত হয়েছে : ৪:৩১:০৩,অপরাহ্ন ১০ জুলাই ২০১৯
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আক্তারল হক। মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ লুৎফুর রহমান’র সভাপতিত্বে এবং আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাদির ও মাওলানা কমর উদ্দীন’র যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী আজাদ আহমদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সারপার হাফিজিয়া দাখিল মাদরাসার সুপার সাংবাদিক ফয়জুল হক শিমুল,উত্তর শাহবাজপুর দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ,সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দীন পংকি, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সবুর, গভর্নিং বডির সদস্য সাংবাদিক কাজী রমিজ উদ্দীন, গভর্নিং বডির সদস্য ফয়জুল হক, শিক্ষক আব্দুস সামাদ, হাজী লুৎফুর রহমান, হাজী আব্দুল আহাদ মানিক, ব্রাজিল প্রবাসী হাসান আহমদ, সৌদি প্রবাসী সামছুদ্দীন চুনু, তরুণ সমাজসেবক হারুনুর রশিদ সোনামণি প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র সংসদের ভিপি সৈয়দ মোঃ: মামুনুর রশিদ, নবীনদের পক্ষ থেকে হাফিজ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেয়া হয়।