বড়লেখায় শিক্ষাবৃত্তি, দুস্থদের সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ করলেন পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১০:০০:০৯,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৯
এতে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে ৩লাখ টাকা মূল্যমানের ৩৭ বান্ডিল টিন, ২’শ জন মেধাবী শিক্ষার্থীকে ৪ লাখ টাকার শিক্ষাবৃত্তি ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদেরক ১লাখ টাকা এবং এডিপি থেকে ১লাখ ২০ হাজার টাকা মূল্যমানের ১২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:শামীম আল ইমরান।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর-আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল আহাদ, বড়লেখা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহমদ জুবায়ের লিটন প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইয়াছিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. প্রনয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি অসীত রঞ্জন দে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ সামাজিক ও রাজনৈতিক সংঘটনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।