শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে – পরিবেশমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১:৩৫:০৪,অপরাহ্ন ০৬ জুলাই ২০১৯
মন্ত্রী বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকারের পাশাপাশি শিক্ষকদেরও আন্তরিক হতে হবে। শিক্ষকদের নিবেদিত প্রাণ হয়ে শিক্ষাদান করে নৈতিক মূল্যবোধ সম্পন্ন পরিপূর্ণ মানুষ সৃষ্টি করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের হাজী তজমুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইমরুল ইসলাম লালের সভাপতিত্বে ও শিক্ষক সাহজারুল হক মাহবুব এবং হাসান আহমদের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আল ইমরান, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল, হাজী তজমুল আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারী শিক্ষক রেহানা বেগম, এলাকার সমাজসেবক মতিউর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ।