বড়লেখায় পৃথক ৩ মামলায় ৮ আসামীর বিভিন্ন মেয়াদে সাজা
প্রকাশিত হয়েছে : ৮:৩৭:৫৮,অপরাহ্ন ৩০ জুন ২০১৯
জৈষ্ঠ প্রতিবেদক :: বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রোববার গরু চুরির একটি মামলার রায়ে ৫ আসামীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন। রায় ঘোষণা করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার।
আদালত সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির ভোগা গ্রামের এনাম উদ্দিনের গোয়ালঘর থেকে ২০১৭ সালের ১৬ আগষ্ট চোরেরা দুইটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমান শেষে অপরাধ প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত গত রোববার এ মামলার আসামী জামিল আহমদ, হাবিবুর রহমান ও চান মিয়াকে ৬ বছরের এবং কালা মিয়া ও আলম হোসেনকে ২ বছরের সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন।
এদিকে একই আদালতের জিআর-২২/১৮ মামলার রায়ে আসামী উপজেলার কুমারশাইল গ্রামের কয়েছ আহমদকে বিভিন্ন ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
অপরদিকে জিআর-২৩০/২০১৬ মামলার রায়ে আসামী মুহিব উদ্দিন ও জুনেদ আহমদকে দন্ডবিধির একটি ধারায় ২ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হরিদাস কুমার।
আদালতের সহকারী আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত পৃথক ৩ মামলার রায়ে ৮ আসামীর বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ডের রায় ঘোষনার সত্যতা স্বীকার করেন।