ট্রেন দূর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় পরিবেশ মন্ত্রীর শোকবার্তা
প্রকাশিত হয়েছে : ২:০৬:৪৮,অপরাহ্ন ২৪ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের কুলাউড়ায় দূর্ঘটনাকবলিত হয়ে ব্যাপক প্রাণহানী ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সরকারের বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ও মৌলভীবাজার-১(জুড়ি,বড়লেখা) আসনের সাংসদ মোঃ শাহাব উদ্দিন এমপি।
মন্ত্রী এক বার্তায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আশু সুস্থতা কামনা করেন।
মন্ত্রী বলেছেন,আহতদের যথাযথ সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসন সহ স্বাস্থ্য বিভাগকে নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, রবিবার রাতে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালের নিকটে উপবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ৫জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হন।