বড়লেখায় সিএনজি চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু:থানায় মামলা
প্রকাশিত হয়েছে : ৭:৪৫:৩৪,অপরাহ্ন ১৭ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ বড়লেখা উপজেলায় সিএনজি চাপায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু ঘটেছে।নিহত ঐ ব্যক্তির নাম মুজিবুর রহমান মুজি(৪০)।সোমবার (১৭জুন) রাত ১.১৫ মিনিটের দিকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের কুমারশাইল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের রাস্তায় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা চাপায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোটভাই মাতাবুর রহমান বাদী হয়ে সোমবার(১৭,জুন) দুপুরে দূর্ঘটনাকবলিত গাড়িটির চালক কুমারশাইল গ্রামের সফিক উদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম(২২)কে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।বড়লেখা থানা মামলা নং-১৯।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,নিহত মুজিবুর রহমান মুজি কুমারশাইল গ্রামের মস্তকিম আলীর ছেলে।দীর্ঘদিন ধরেই তিনি মানসিক ভারসাম্যহীন জীবন যাপন করছেন।সোমবার রাত ১.১৫মিনিটের দিকে কুমারশাইল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের রাস্তায় শাহবাজপুর বাজার থেকে কুমারশাইলগামী একটি সিএনজি চালিত অটোরিক্সা তাকে (মৌলভীবাজার থ:১১-৩৩-৯৭) চাপা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
শাহবাজপুর পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন জানান,গাড়িটি (মৌলভীবাজার থ:১১-৩৩-৯৭) আটক রয়েছে।মামলার আসামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।মামলার তদন্তকাজ চালিয়ে যাচ্ছে পুলিশ।