বড়লেখায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ড,দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি
প্রকাশিত হয়েছে : ৪:২৭:৩১,অপরাহ্ন ১৬ জুন ২০১৯
শাহবাজপুর বাজার বণিক সমিতি ও স্থানীয় সুত্রে জানা গেছে, রাত আনুমানিক ১২ টার পর শাহবাজপুর বিজিবি ক্যাম্প রোডের ইসতিয়াক এন্ড মাহিন ট্রেডার্সে আগুন লাগে।স্থানীয় জনতা,ব্যবসায়ী ও শাহবাজপুর পুলিশ ফাড়ির সদস্যদের এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে আগুনে দোকানের ৭০ ভাগ পুড়ে যায়। এতে আনুমানিক ১০-১৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসা প্রতিষ্ঠানের সত্বাধিকারী আতিকুর রহমান।
ইসতিয়াক এন্ড মাহিন ট্রেডাসের স্বত্বাধিকারী আতিকুর রহমান জানান,”রাত ১০ টা পর দোকান বন্ধ করে চলে যাই।পরে আনুমানিক রাত ১২ টার পর আমার দোকানের পাশের দোকানের মানুষেরা আগুন লাগার বিষয়টি টের পেলে আমাকে দ্রুত জানান। আমি আসার পর দেখি দোকানের ৭০ ভাগ মালামাল পুড়ে গেছে, ক্ষতির পরিমান আনুমানিক ১০-১৫ লাখ।
অগ্নিকান্ডের ঘটনাটি তাৎক্ষনিক বড়লেখা ফায়ার সার্ভিসকে ফোনে অবগত করা হলেও যথাসময়ে ঘটনাস্থলে উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী এবং স্থানীয়রা। এ বিষয়ে শাহবাজপুর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুর রহমান বাবুল বলেন, ফায়ার সার্ভিসকে ফোন দেয়ার দেড় ঘন্টা পরে পানি রিজার্ছাভ পানি ছাড়া একটা গাড়ি নিয়ে ঘটনাস্থলে আসে।তাদের আসার আগেই স্থানীয়রা জীবনের ঝুঁকি নিয়ে পানি এবং বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ফায়ার সার্ভিসের এমন ভূমিকা দুঃখজনক বলে আখ্যায়ীত করেন তিনি।
উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন ঘটনাস্থল পরিদর্শন করে রোববার দুপুরে ঘটনাটি দুঃখজনক আখ্যায়ীত করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আতিকুর রহমানের প্রতি সমবেদনা জানান এবং ফায়ার সার্ভিস কেন যথাসময়ে এসে পৌছায় নি সে বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অবগত করেছেন বলে জানান তিনি।
আগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান ইনাম আহমদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি স্থানীয় জনতার সহাঁয়তায় আগুন নিয়ন্ত্রণে।