সিলেটে নাগরী-গবেষক মোস্তফা সেলিম’র জন্মদিন উদযাপন
প্রকাশিত হয়েছে : ৩:৪৮:৪৯,অপরাহ্ন ১১ জুন ২০১৯
অনুষ্ঠানের শুরুতেই গবেষক মোস্তফা সেলিমকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এসময় সিলেটের সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কবি তুষার কর, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমাম, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, উদীচী সিলেটের সাবেক সভাপতি এ কে শেরাম এবং সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম। সংবর্ধিত অতিথির বক্তব্য দেন গবেষক মোস্তফা সেলিম। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালন করেন নাট্যসংগঠক সুপ্রিয় দেব শান্ত।
বক্তারা বলেন, নাগরিলিপির ব্যাপক প্রচার ও গবেষণায় মোস্তফা সেলিম এখন পথিকৃৎ। তাঁর অসামান্য প্রচেষ্টায় নাগরিলিপির পুনরায় জাগরণ ঘটেছে।নাগরিলিপিতে রচিত সাহিত্য সংগ্রহ ও প্রচারে তাঁর নিরলস ভূমিকা সুবিদিত।ঐতিহ্যের প্রতি মোস্তফা সেলিমের ভালোবাসাকে সিলেটবাসী স্বাগত জানিয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন কবি ফজলুল হক, উদীচী সিলেটের সভাপতি এনায়েত হাসান মানিক, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মুকির হোসেন চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সাবেক সাধারণ সম্পাদক এনামুল মুনীর, বর্তমান কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, নাট্যসংগঠক শামসুল বাসিত শেরো, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়ক আশরাফুল কবীর, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মিসবাহ উদ্দিন, কবি কাসমির রেজা প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে সংগীতানুষ্ঠান হয়।