পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি’র শিষ্ঠাচারের অনুকরণীয় দৃষ্টান্ত
প্রকাশিত হয়েছে : ৪:০১:৪৬,অপরাহ্ন ১২ জুন ২০১৯
আদব,লেহাজ শিষ্ঠাচার,সৌজন্যতাবোধের মত মহৎ মানবিক গুনগুলো দিন দিন আমাদের সমাজ থেকে উঠে যাচ্ছে। মন্ত্রী শাহাব উদ্দিন মহোদয়ের এই সৌজন্যতাবোধ দেখে মনে পড়ে যায় মহান বাদশা আলমগীরকে নিয়ে কবি কাজী কাদের নেওয়াজ রচিত শিক্ষাগুরুর মর্যাদা শীর্ষক কবিতাদৃশ্যের কথা।কবির সূরে সূর মিলিয়ে বলতে হয় “সত্যি আপনি মহান মন্ত্রী শাহাব উদ্দিন”।
উল্ল্যেখ্য গত ১লা জুন শনিবার বড়লেখার পরগনাহী দৌলতপুর সিনিয়র আলীম মাদরাসার একাডেমিক ভবণের উর্ধমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ্স্থিত ছিলেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রবীণ ব্যক্তিত্ব মাওলানা একেএকএম শাকুর সভাস্থলে উপস্থিত হলে মন্ত্রী নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ান। তাকে জড়িয়ে ধরে সম্মানের আসনে বসান। উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান,শিক্ষা প্রোকৌশল অধিদফ্তরের নির্বাহী প্রকৌশলী মো আফজাল হোসাইন,বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ জমীম,নিজ বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ময়নুল ইসলাম মাস্টার, মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল গফ্ফার, ইটাউরী হাজি ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন, সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।
বার্তা সম্পাদক
বড়লেখার ডাক.কম