বড়লেখায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন
প্রকাশিত হয়েছে : ৫:০৭:৩০,অপরাহ্ন ১০ জুন ২০১৯
পারিবারিক এবং স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পান্না বেগমের বাবারবাড়ি বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের জলঢুপের দক্ষিণ পাড়িয়াবহর(নাওয়ালা) গ্রামে। দীর্ঘদিন আগে বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের কলাতলী এলাকায় মতছিন ওরফে কাসেমের সাথে পান্নার বিয়ে হয়। তাদের দুটি সন্তানও রয়েছে।
তিনমাস আগে স্বামীর নির্যাতনে সহ্য করতে না পেরে পান্না তার বাবার বাড়িতে চলে আসেন। কোলের সন্তান ছেলেকে সাথে নিতে পারলেও ৮ বছরের কন্যা সুহানাকে আনতে দেয়নি স্বামী।আর সেই সুহানার অসুস্থতার খবরে মা তাকে দেখতে যান। তখন তার স্বামী অসুস্থ মেয়েকে চিকিৎসা করানোর কথা বলে পান্নাক তার বোনের বাড়ি পকুয়া গ্রামে নিয়ে যায়। বোনের বাড়ি থেকে সোমবার সকালে মেয়েকে নিয়ে মসজিদের ইমামকে দিয়ে তাবিজ দেয়াবে বলে দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এনে হঠাৎ স্ত্রীকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে।মেয়ে সোহানার চিৎকারে স্থানীয়রা এসে পান্নাকে উদ্ধার করে বিয়ানীবাজার স্বাস্হ্য কম্প্লেক্সে নিয়ে যান ।সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ মোশাররফ হোসেন সোমবার বিকেলে জানান, পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছে ।ভিকটিমের স্বামী মতছির পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।