শ্রীমঙ্গল বন্যপ্রাণীসেবা ফাউন্ডেশনে আবারও ডিম দিয়েছে অজগর সাপ
প্রকাশিত হয়েছে : ২:১১:২৯,অপরাহ্ন ১০ জুন ২০১৯
নিউজ ডেস্কঃ শ্রীমঙ্গল বন্যপ্রাণীসেবা ফাউন্ডেশনে থাকা অবস্থায় আবারও ডিম দিয়েছে একটি অজগর সাপ । শনিবার ৯ জুন রাতে সেবা ফাউন্ডেশনে থাকা অবস্থায় ডিম পাড়ে অজগরটি। সাপটির শরীরের ফাঁক দিয়ে একটি ডিমের প্রায় পুরোটাই দেখা যায়। অজগরটি মাঝেমধ্যে একটু নড়াচড়া করলে আরও দুটি ডিমের খানিকটা দেখা যায়। ডিমগুলোর রং সাদা। খাঁচার ভেতরে সঙ্গী পুরুষ অজগরটি পাশে থেকে সতর্ক পাহারা দিচ্ছে। ২মাস যাবত ডিমে এ ভাবে তা দিবে অজগরটি। এর আগেও এই অজগর সাপটি ডিম দিয়েছিল।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, ৯ জুন শনিবার রাতে অজগরটি ডিম দেওয়া শুরু করে। ডিম পাড়ার সাথে সাথে অজগরটি নিজেকে বৃত্তাকারে গুটিয়ে নেয়। তিনি জানান, এর আগে ওই অজগরটি প্রথম ২০০২ সালের মে মাসে ৩২টি ডিম পেড়েছিল।