বড়লেখায় ব্যবসায়ী মহলে ছিনতাই আতঙ্ক : এক ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৩০,অপরাহ্ন ০৮ জুন ২০১৯
আব্দুর রব,বড়লেখার কাঠালতলী বাজারের ব্যবসায়ীদের মাঝে দীর্ঘদিন ধরে ছিনতাই আতঙ্ক বিরাজ করছে। পরপর তিনটি ছিনতাই ও হামলা এবং মহিলা আইনজীবি খুনের ঘটনায় কাঠালতলী এলাকা আতঙ্কের জনপদে পরিণত হয়েছে। ঈদের আগের রাতে ছালেহ উদ্দিন নামে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় জনতা হাসান আহমদ নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সে উপজেলার মহদিকোনা এলাকার হাসিম আলীর ছেলে।
জানা গেছে, কাঠালতলী বাজারের ফাতিমা এন্ড পারুল ভেরাইটিজ স্টোরের মালিক ছালেহ উদ্দিন প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে উপজেলার শিমুলিয়া গ্রামে বাড়ি ফিরছিলেন। গ্রামের কদইমিয়া বাড়ির সামনে পৌছামাত্র আগে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারী হাসান আহমদ ছালেকের সাথে থাকা টাকার ব্যাগ টান মেরে ছিনিয়ে দৌঁড় দেয়। পরে ছালেক উদ্দিনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে হাসানকে আটক করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে গণধোলাই দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের কাছে নিয়ে যান। রাতেই তাকে পুলিশে সোপর্দ করা হয়।
ব্যবসায়ী ছালেহ উদ্দিন জানান, রাতে দোকান বন্ধ করে হাত ব্যাগে ব্যবসার ২৫ হাজার টাকা নিয়ে ছেলেসহ তিনি বাড়ি যাচ্ছিলাম। শিমুলিয়া গ্রামের কদইমিয়া বাড়ির সামনে এক ছিনতাইকারী ব্যাগ ধরে টান দিয়ে দৌঁড় দেয়। এ সময় চিৎকার দিলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় ছিনতাইকারীকে আটক করা হয় এবং টাকাসহ ব্যাগ ফেরত পাই।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন বলেন, ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় এক ছিনতাইকারীকে স্থানীয়রা আটক করেন। তাকে উত্তম-মাধ্যম দিয়ে আমার কাছে নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে সে চুকারপুঞ্জি গ্রামের দু-একজনের নাম বলেছে। রাতেই তাকে পুলিশে সোপর্দ করেন।
এর আগে গত ১৬ এপ্রিল মধ্যরাতে দুর্বৃত্তরা কাঠালতলী সাইডিংবাজারের মুদি ব্যবসায়ী ফারুক আহমদকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। ২৪ মার্চ রাতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে একই বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম মাখনকে রেলস্টেশন এলাকায় ছুরিকাঘাত করে প্রায় ৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ দুই ব্যবসায়ী দীর্ঘদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। গত ১১ মে রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কাঠালতলী বাজারের সফিক ক্লথষ্টোরের মালিক ও স্থানীয় মসজিদের ইমাম হাফেজ নজমুল ইসলামকে বেধড়ক পিটিয়ে দুর্বৃত্তরা সাথে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। গত ২৬ মে দুপুরে কাঠালতলীর মাধবগুলে পৈত্রিক বাসায় নির্মমভাবে খুন হন মৌলভীবাজার জেলা আইনজীবি সমিতির সদস্য মহিলা আইনজীবি আবিদা সুলতানা।
বড়লেখা থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, ছিনতাইয়ের ঘটনায় ইতিমধ্যে পুলিশ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে। ভবিষ্যতে এধরণের ঘটনা যাতে না ঘটে, সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। এছাড়া মহিলা আইনজীবি খুনের ২৪ ঘন্টার মধ্যেই ঘটনার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে।