ঈদে উড়ুপাখি মিডিয়ার সিলেটি হিপহপ মিউজিক ভিডিও “সুন্দরী পুড়িগো..”
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৩০,অপরাহ্ন ০৬ জুন ২০১৯
গানটি সম্পর্কে অভিনেতা সূর্য মল্লিক জানান, ইউটিউব নাটকে অভিনয়ের পাশাপাশি এই প্রথম হিপ হপ ডিজে গান করেছি। সিলেটি হিপহপ গানের সাথে অভিনয় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।পুরো টিম খুব দায়ীত্বের সাথে কাজটি করেছে। ঈদের বিনোদনে গানটি নতুন মাত্রা যোগ করবে। এখন র্পযন্ত যত মানুষ শুনেছেন সবাই বলেছে গানটা সুপার হিট হবে। আমার প্রত্যাশাও তাই।বলে জানান তিনি।