বড়লেখা-জুড়ীসহ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১২:৫২:০৬,অপরাহ্ন ০৫ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বড়লেখা-জুড়ীসহ দেশবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও স্থানীয় সাংসদ মোঃ শাহাব উদ্দিন এমপি।
ফেইসবুকে এক ভিডিও বার্তায় মন্ত্রী বলেন, “আপনারা পরিবার পরিজন পাড়া প্রতিবেশীকে নিয়ে সুখে শান্তিতে ঈদ উদযাপন করবেন এই প্রত্যাশা। আমি আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাইএইবাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশের যে পরিকল্পনা আমাদের প্রধানমন্ত্রী করেছেন সেই বাংলাদেশ যেন আমরা বিনির্মান করতে পারি।বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ যেন গড়তে পারি”। পরিশেষে মন্ত্রী সকলের সূখ সমৃদ্ধি কামনা করেন।