বন রক্ষায় পাহাড়ে বসবাসকারীদের বেশি ভুমিকা রাখতে হবে -পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১১:২৩:০৭,অপরাহ্ন ০৩ জুন ২০১৯
নিউজ ডেস্কঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন-জঙ্গল ও গাছপালার বিকল্প নেই। এজন্য বনের কোন গাছ কাটা যাবে না। এক্ষেত্রে পাহাড়ে বসবাসকারী আদিবাসী জনগোষ্টীকে সবচেয়ে বেশী
ভুমিকা রাখতে হবে। পাহাড়ের অধিবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা পাহাড়ে টিলায় বসবাস করুন, গাছে পান চাষ করুন। কিন্তু কোন গাছ কাটবেন না। গাছ কাটলে মনে করবেন আমাকেই কেটে ফেলছেন।
(১লা জুন) শনিবার বিকেলে বড়লেখা উপজেলা প্রশাসন আয়োজিত প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বরাদ্দকৃত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে ১৪ লাখ ৭৫ হাজার টাকার শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরানের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি প্রণয় কুমার দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, কমর উদ্দিন, নছিব আলী, সিরাজ উদ্দিন, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়েদ উল্লাহ খান, ৭নং খাসিয়া পুঞ্জির হেডম্যান ইলিয়াস বারে, উপজেলা দলিল জনগোষ্ঠী সমবায় সমিতির সভাপতি মিলন রবি দাস প্রমূখ।