বড়লেখায় দৌলতপুর মাদরাসার সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বন,পরিবেশ মন্ত্রী
প্রকাশিত হয়েছে : ৫:১২:১২,অপরাহ্ন ০১ জুন ২০১৯
শনিবার(১লা জুন) দুপুর ১২.৩০ঘটিকায় এ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গনে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে সাবেক অধ্যক্ষ মাওলানা একেএম শাকুর’র সভাপতিত্তে ও সাংবাদিক ফয়জুল হক শিমুল‘র সঞ্চালনায় অনুষ্প্রঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন,পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আল ইমরান, নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম মাস্টার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাফিজ লুৎফুর রহমান,গভার্নিং বডির সদস্য ইমরানুল হক বাবু প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা প্রোকৌশল অধিদফ্তরের নির্বাহী প্রকৌশলী মো আফজাল হোসাইন,বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মোঃ জমীম,মাদরাসার সাবেক অধ্যক্ষ আব্দুল গফ্ফার,ইটাউরী হাজি ইউনুস মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন প্রমুখ।
পবিত্র কোরআন তেলায়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাসুম আহমেদ। অনুষ্ঠান শেষে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ লুৎফুর রহমান।