বড়লেখার শাহবাজপুরে লোড শেডিংয়ে নেটওয়ার্ক বিভ্রাট: বিড়ম্বনায় হাজারো গ্রামীনফোন গ্রাহক
প্রকাশিত হয়েছে : ৯:৫১:৩৫,অপরাহ্ন ২১ এপ্রিল ২০১৯
তারেক মাহমুদ:
বড়লেখার সীমান্তবর্তী জনপদ উত্তর শাহবাজপুরে লোড শেডিং হলেই দেখা দেয় গ্রামীনফোনের নেটওয়ার্ক বিভ্রাট। নেটওয়ার্কের লো ফ্রিকুয়েন্সির কারণে ঘন ঘন কলড্রপ,ফোন খোলা থাকলেও বন্ধ দেখানো, ইন্টারনেট ডিসকানেকশনসহ নানা বিড়ম্বনায় অতিষ্ঠ হাজারো গ্রামীনফোন গ্রাহক। এদিকে বৈশাখ শুরুর আগে থেকেই ঝড় তুফানের কারণে বড়লেখায় লোড শেডিং এখন নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর এমন ঘন ঘন লোড শেডিংয়ে গ্রামীন ফোন গ্রাহকদের নেটওয়ার্ক বিভ্রাটের দুর্ভোগ যেনো চরমে পৌছেছে। বার বার কর্তৃপক্ষকে অবহিত করা হলেও অবস্থার উন্নতি হচ্ছে না বলে জানিয়েছেন ভোক্তভুগীরা।
সরেজমিনে উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজার, নান্দুয়া, কুয়ারপার,বড়াইল, আতুয়া,ভাটাউছি, বোয়ালী গ্রামের ভুক্তভোগীদের সাথে কথা বলে নেটওয়ার্ক বিড়ম্বনার এহেন দুর্ভোগের কথা জানা গেছে। নেটওয়ার্ক বিড়ম্বনায় প্রয়োজনীয় কাজ বাঁধাগ্রস্থ হচ্ছে বলে জানিয়েছেন শাহবাজপুরের ভুক্তভুগী ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ। কর্তৃপক্ষের এহেন উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন জানান,জরুরি যোগাযোগের সময় কলড্রপ,ইমার্জেন্সি নেটওয়ার্ক, ডাটা প্রবলেমের মতো বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হতে হয়। ফলে জরুরি কাজে যোগাযোগ করা অসম্ভব হয়ে পড়ে।
তিনি আরো জানান, গ্রামীণফোনের মতো একটা বড় বড় প্রতিষ্ঠান দ্রুততম সময়ের মধ্যে এই দুর্ভোগ নিরসনে এগিয়ে আসবেন এটাই এলাকার গ্রাহকদের প্রত্যাশা।