বড়লেখার শাহবাজপুরে বিরল রোগাক্রান্ত এক নবজাতক: চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
প্রকাশিত হয়েছে : ১:৩২:০৩,অপরাহ্ন ১৮ এপ্রিল ২০১৯
নিজস্ব প্রতিবেদক::: নিস্পাপ নবজাতক শিশুটির বয়স সবেমাত্র ২মাস।অথচ নিয়তির কী নির্মম পরিহাস! এতটুকুন এই শিশুটির মাথায় বাসা বেধেছে বিশাল আকৃতির এক টিউমার! যা দৃশ্যত নবজাতকের মাথার থেকেও বৃহৎ আকৃতির আর ভয়ানক। শিশুটির বাবা দরীদ্র মানুষ চিকিৎসা করানোর মতো আর্থিক সংঘতি নেই। তাই নিদারুন কষ্ট ভোগ করে দিনে দিনে মৃত্যুর পথযাত্রী এই শিশুটি। শিশুটির পিতা বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের হতদরীদ্র মোঃ ফারুক উদ্দিন।শিশুটির খবর পেয়ে ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমেদ জুবায়ের লিটন দেখতে যান এবং চেয়ারম্যান কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের তাগিত দেন ।পাশাপাশি তিনি সর্বস্থরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান
চিকিৎসকরা বলছেন এটি জন্মগত টিউমার। দ্রুত অপারেশন করা হলে শিশুটি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে। হতদরীদ্র ফারুক উদ্দিনের আর্থিক সংগতি নেই চিকিৎসার ব্যায় নির্বাহের।তাই তিনি সবার কাছে সাধ্যমত সহযোগিতা করার আকূল আবেদন জানিয়েছেন। যে কোন ধরনের সহযোগিতার জন্য নিচের পারসোনাল বিকাশ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হলো -০১৭৯৮৪১৮১৬০।