শাহবাজপুরে মুক্তিযুদ্ধের ধ্বংসাবশেষ: যথাযত সংরক্ষণের জন্য চাই সরকারি উদ্যোগ
প্রকাশিত হয়েছে : ১১:৫৯:১২,অপরাহ্ন ১৭ এপ্রিল ২০১৯
তারেক মাহমুদ
১৯৭১ সালে হানাদার পাকিস্থানী বাহিনীর বিরোদ্ধে নয় মাসের রক্তাত্ব মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে অভ্যুদয় ঘটেছিল বাংলাদেশ নামক এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের।মুক্তিসংগ্রামের সেই অসীম বীরত্ব আর অপরিসীম ত্যাগের মধ্যে রয়েছে আমাদের জাতীয় জীবনের পথ চলার অনুপ্রেরনা।তাই মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলোকে ইতিহাসের গুরুত্বপূর্ণ আকরিক বিবেচনায় যথাযত সংরক্ষণের দাবী রাখে।
ছবিতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের অন্তর্গত বুড়ারগুল গ্রামের শাহবাজপুর-পাল্লাথল আঞ্চলিক সড়কে’র দ্বারে মুক্তিযোদ্ধের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের দুঃসহ ঘটনাপ্রবাহের নির্মম স্বাক্ষী একটি ব্রীজের ধ্বংসাবশেষ।স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হাঁটি হাঁটি পা পা করে ৪৮ বছরে পদার্পন করলেও যুদ্ধদিনের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্নটি আজও পড়ে আছে নিদারুন অযত্নে- অবহেলায়। পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরার জন্য এই ব্রীজটির সংরক্ষণ ও রক্ষা বেক্ষনের করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।নান্দুয়া গ্রামের মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি এডভোকেট তবারক হোসেনের সাথে বলে জানা যায়, মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর স্থানীয় ক্যাম্প ছিল শাহবাজপুর বাজারে। তাদের অস্ত্রের মজুতও ছিল সেখানে। সীমান্ত এলাকার দিকে পাক বাহিনীর অভিযান রুখে দেয়ার জন্য মুক্তিযোদ্ধারা প্রথম হামলা চালিয়েছিল এই সেতুর ওপর। তবে শক্তিশালী বিস্ফোরক না থাকায় হামলায় সেতুটি পুরোপুরি ধ্বংস হয়নি।পাক বাহিনী তখন ক্ষতিগ্রস্ত সেতুর ওপর কাঠের তক্তা ফেলে পার হতো। তবে যুদ্ধের শেষের দিকে পাক বাহিনী পালানোর সময় শক্তিশালী বিস্ফোরক দিয়ে সেতুটি পুরোপুরি ধ্বংস করে দিয়ে যায়।’
বড়লেখা উপজলো মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সিরাজ উদ্দিন জানান, ১৯৭১ সালের নভেম্বর মাসের শেষের দিকে ১২-পুন্জি সাব সেক্টরের মুক্তিযোদ্ধারা পাল্লাথলবাগান ও পুন্জি এলাকায় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য বিস্ফোরক দিয়ে ব্রিজটি গুড়িয়ে দিতে চেয়েছিলেন। তিনি আরও জানান সংরক্ষণের জন্য কয়েকবছর আগে ব্রীজটির ছবি মুত্তিযুদ্ধ যাদুঘরে পাঠানো হয়েছিল। কিন্ত পরবর্তীতে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোন প্রদক্ষেপ নেয়া হয় নি। তবে এই ব্রীজটি স্মৃতি হিসেবে সংরক্ষণ করলে পরবর্তী প্রজন্ম উপকৃত হবে বলে জানান তিনি।