কুলাউড়ার সাংবাদিক ইমনের ছবি ব্যবহার করে প্রতারণা, থানায় জিডি
প্রকাশিত হয়েছে : ৮:৩৩:০০,অপরাহ্ন ০৭ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিবেদক:: জাতীয় সাপ্তাহিক জনতার নিঃশ্বাস পত্রিকার চীফ রিপোর্টার ও সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, কুলাউড়া প্রেস ক্লাবের সদস্য, ক্রেস্ট বাজারের প্রোপাইটর ইউসুফ আহমেদ ইমনের ছবি ব্যবহার প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র।
এঘটনায় মঙ্গলবার (৫ নভেম্বর) কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন সাংবাদিক ইমন যার (জিডিনং (৫৮১)।
সুত্রে জানা যায়, সাংবাদিক ইউসুফ আহমদ ইমনের একাধিক ছবি ব্যবহার করে ০১৩০৬২১৪৯৩০ এই নাম্বার দিয়ে হোয়াটস অ্যাপ আইডি খোলে একটি চক্র বর্ডার ক্রস অবৈধ সাইকেল-বাইক এনে দেয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। গত ০৪ নভেম্বর এক ভোক্তভোগী ফোন করে বিষয়টি জানায়। বর্ডার ক্রস বাইক এনে দিবে বলে ফোনদাতার কাছ থেকে ৭০০০ টাকা এনেছে। এখন ফোন রিসিভ করছে না। ওই প্রতারক ফোন রিসিভি না করায় ভোক্তভোগী ইমনের নিজস্ব প্রতিষ্ঠান ক্রেস্ট বাজারের সম্বলিত ছবি থেকে নাম্বার সংগ্রহ করে সাংবাদিক ইমনকে বিষয়টি অবগত করেন।
এ বিষয়ে সাংবাদিক ইউসুফ আহমদ ইমন জানান, একটি প্রতারক চক্র আমার ছবি ব্যবহার করে মোটর বাইক দেয়ার নাম করে প্রতারণা করে আসছে। গেল ৪ নভেম্বর প্রতারণার শিকার এক ভোক্তভোগীর ফোন পেয়ে অবগত হই। ভবিষৎতের কথা চিন্তা করে আইনী সহযোগিতার জন্য থানায় জিডি করেছি।