ভাইকে বাঁচাতে অন্তঃসত্ত্বা বোনের গুলি ভেদ করে গেলো শরীর
প্রকাশিত হয়েছে : ১০:৩৮:৩৮,অপরাহ্ন ০১ ফেব্রুয়ারি ২০২৫
মুন্সীগঞ্জ সদরে একাধিক ডাকাতি মামলার আসামি কিবরিয়া মিজি ও কানা জহিরের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ১০টার দিকে আধারা ইউনিয়নের কালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত নারীর স্বজনরা জানান, বৃহস্পতিবার মেঘনা নদীতে গোলাগুলিতে দুই জন নিহতের ঘটনার জেরে শুক্রবার সকালে কিবরিয়া পক্ষের রাজু সরকারের বাড়িতে হামলা চালায় কানা জহিরের ভাই শাহিন বেপারি ও তার লোকজন।
এ সময় অতর্কিত গুলিতে আহত হন অন্তঃসত্ত্বা পিংকি আক্তার। আহত অবস্থায় ৯ মাসের অন্তঃসত্ত্বাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক বলে, শরীরের ডান পাশে কোমরের নিচে গুলি ঢুকে অপর পাশ থেকে বের হয়ে যাওয়ায় ওই নারী বর্তমানে আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেঘনা নদীতে কিবরিয়া মিজি ও কানা জহির দস্যুদলের সংঘর্ষে নিহত হন দুই জন।