জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী
প্রকাশিত হয়েছে : ১২:৩৩:২৮,অপরাহ্ন ০১ আগস্ট ২০২৪
জুড়ী সংবাদদাতা :: জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মৎস্য অফিস।
বুধবার সকালে উপজেলা পরিষদের থেকে র্যালী নিয়ে পরিষদের পুকুরে পোনা অবমুক্তের মাধ্যমে এ অনুষ্ঠানের শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান এর পরিচালনায় হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য শাহাব উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শিল্পী বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া,জুড়ী থানার ওসি মেহেদী হাসান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র মন্টু,সাগরনাল ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুন নূর,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের আরএমও ডাঃ অসিত দেবনাথ,জায়ফর নগর ইউনিয়নের চেয়ারম্যান মাছুম রেজা, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল,ফুলতলা চেয়ারম্যান আব্দুল আলিম, গোয়ালবাড়ী চেয়ারম্যান আব্দুল কাইয়ূম,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো আনোয়ার, প্রকল্প কর্মকর্তা মিজানুর রহমান, উপ সহকারী প্রকৌশলী সুমিত দাস,মেহেদী হাসান,মৎস্য জীবি লীগের সভাপতি মো ফিরোজ, সাধারন সম্পাদক নুরুজ্জামান,মৎস্য চাষী শরিফ উদ্দিন প্রমুখ। এ সময় উপজেলার প্রায় ২০ টি মৎস্য সমবায় সমিতির সদস্যগন উপস্থিত ছিলেন।