কমলগঞ্জে বিষপানে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ৯:১১:৩১,অপরাহ্ন ০৫ জুলাই ২০২৪
মৌলভীবাজার প্রতিনিধি :: কমলগঞ্জে বিষপানে হিমেল মিয়া (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। ৩ জুলাই বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পৌর এলাকার রামপাশা গ্রামে নিজ বসত ঘরে বিষপান করে তিনি আত্মহত্যা করেন। নিহত যুবক রামপাশা গ্রামের খুদুর মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে সে মানসিক রোগে ভোগছিল। পারিবারের সকলের অজান্তে অভিমান করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন। প্রথমে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কমলগঞ্জ পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শিউলি আক্তার শাপলা বিষপানে যুবকের আত্মহত্যার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষপানে নিহত হিমেল মিয়া দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভোগছিলেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী চলে যায় বাপের বাড়ি। তারপর থেকে সমস্যা আরও বাড়তে থাকে। পরিবারের সকল সদস্যদের মারধর করা শুরু করে। তারা সবাই তার ভয়ে পাশ্ববর্তী ঘরে আশ্রয় নিত। সকালে সবার অগোচরে বিষপানে আত্মহত্যা করে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, বিষপানে মৃত্যুর বিষয়টি আমাদের জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।