শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২:৫৯:১৭,অপরাহ্ন ১৫ আগস্ট ২০২৩
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস”উপলক্ষে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও কর্মের গুরুত্বপূর্ণ দিক নিয়ে”আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা সভাকক্ষে ইউএনও রন্জন চন্দ্র দে এর সভাপতিত্বে ও মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ আলা উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার( ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আব্দুল খালিক,এলজিইডি কর্মকর্তা ননী গোপাল দাস, মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামান, কৃষি কর্মকর্তা মো মাহমুদুল আলম খান,যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মো আলা উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক শাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ রাজি প্রমুখ।