সড়ক দুর্ঘটনায় নিহত মহসিনের পরিবারের পাশে কুলাউড়া উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান
প্রকাশিত হয়েছে : ৭:৫২:৩৭,অপরাহ্ন ১১ আগস্ট ২০২৩
নিউজ ডেস্ক :: আজ ১১/০৮/২০২৩ ইং রোজ শুক্রবার ব্রাক্ষণবাজার ইউনিয়নের হিংগাজিয়া গ্রামের সড়ক দূর্ঘটনায় নিহত মহসিন এর কবর জিয়ারত ও তার পরিবারকে দেখতে যান কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ.কে.এম সফি আহমদ সলমান ।
উপজেলা চেয়ারম্যান নগদ দশ হাজার টাকা ও সংযুক্ত আরব আমিরাত প্রবাসী প্রিন্স জাবেদ আহমদ এর পক্ষ থেকে পনেরো হাজার টাকা ও একটি সেলাই মেশিন মহসিন এর পরিবারকে প্রদান করেন। উপজেলা চেয়ারম্যান মহসিনের পরিবারকে গৃহ নির্মান এ আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।