সেরা প্রতিষ্ঠান,শিক্ষক নির্বাচন
প্রকাশিত হয়েছে : ৪:৫৭:৪৪,অপরাহ্ন ১৮ মে ২০২৩
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি :: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জুড়ী উপজেলার সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে কলেজ পর্যায়ে সাগরনাল -ফুলতলার শাহ নিমাত্রা ডিগ্রী কলেজ,মাধ্যমিক পর্যায়ে সেরা হয়েছে জায়ফর নগর উচ্চ বিদ্যালয়।শ্রেষ্ঠ স্কাউট প্রতিষ্ঠান হিসেবে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ নির্বাচিত হয়েছে।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ ফরহাদ আহমেদ ও জুড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিতাংশু শেখর দাস কে নির্বাচিত করার পাশাপাশি ৩ জন শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচন করা হয়েছে।
জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালনের পর ৭ সদস্য বিশিষ্ট কমিটির সাক্ষরিত একটি চিঠিতে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার ৬০ জন শিক্ষার্থীকে সেরা শিক্ষার্থী হিসেবে নির্বাচন করা হয়েছে।
মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান জায়ফর নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র দাস বলেন,উপজেলার মধ্যে শিক্ষার মান উন্নয়নে প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি,শিক্ষকবৃন্দ, অভিভাবকদের যথেষ্ট তদারকির কারনে এ অর্জন সম্ভব হয়েছে।