হোপ ফাউন্ডেশন অব মৌলভীবাজারের উদ্যোগে বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৭:০১:২৩,অপরাহ্ন ১০ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক :: গত ০৯ ডিসেম্বর শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে সংগঠনের সভাপতি কামরুজ্জামান সিপন ও সাধারণ সম্পাদক ডেন্টিস্টঃ রাহেল আহমেদের সঞ্চালনায় খেলায় অংশগ্রহণ করেন হোপ ফাউন্ডেশন এর সদস্যদের মধ্যে দুটি দল ব্রাজিল বনাম আর্জেন্টিনা।
ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে নির্ধারিত সময়ে ব্রাজিলের সঙ্গে ১–১ গোলে ড্র করে আর্জেন্টিনা । এরপর টাইব্রেকারে ৪–২ গোলের ব্রাজিল জয় লাভ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভানু লাল রায় চেয়ারম্যান উপজেলা পরিষদ শ্রীমঙ্গল, ও বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিব চেয়ারম্যান ৫ নং কালাপুর ইউপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডঃ অ্যাডভোকেট আবু তাহের, উপদেষ্টাঃ সিরাজুল ইসলাম সিরাজ,জুবায়ের আলী আহমদ, শফিকুর রহমান, মুজিবুর রহমান মুজিব,ভৈরবগঞ্জ বাজার সাবেক সাধারণ সম্পাদক মোঃ জিলা মিয়া ও ৫ নং কালাপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সদস্য মোঃলোকমান মিয়া, ৫ নং ওয়ার্ড সদস্য মোঃ মনির মিয়া, সংগঠনের সহ-সভাপতি শেখ কামরুল হাসান, নুরুল ইসলাম রকিব, দেওয়ান কামরুল হাসান জনি, মোঃ হারুন মিয়া, যুগ্ন সাধারন সম্পাদক আক্তার হোসেন টুকু,আব্দুল কাইয়ুম রুবেল, সাংগঠনিক সম্পাদক শেখ ফুয়াদ হাসান, সৈয়দ আব্দুল হাকিম, মাকনুনুর রহমান অর্থ সম্পাদক মোঃ জাহিদ হাসান রাজু,মোঃ শাহিন মিয়া সহ সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জামাল আহমেদ, আপ্যায়ন সম্পাদক আব্দুল খালেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাহিন আহমেদ সহ দপ্তর সম্পাদক ইন্দ্রজিৎ বৈদ্য, শিক্ষা ও পাঠ বিষয়ক সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ক্রীড়া সম্পাদ সম্পাদক মোঃ পারভেজ আহমদ মোঃ তানভীর আহমদ, সোহেল আহমেদ চৌধুরী তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ মামরুল ইসলাম, বজলুল হুদা সাপলু কার্যকরী সদস্য মোঃ কায়েস আহমেদ , কামরুল ইসলাম,আরো উপস্থিত ছিলেন মোঃ সালেহ আহমদ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি,খেলা দেখতে অত্র এলাকার হাজারো দর্শকের উপস্থিতি ছিল। খেলা শেষে হোপ ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে আগামী কার্যক্রম গুলোর বিষয়ে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।