চা শ্রমিকদের মধ্যে খাদ্য বিতরণ
প্রকাশিত হয়েছে : ১:১৫:৫৯,অপরাহ্ন ২৮ আগস্ট ২০২২
জুড়ী প্রতিনিধি :: ৩০০ টাকা মজুরীর দাবিতে আন্দোলনরত চা শ্রমিকরা কয়েকদিন থেকে কাজ রেখে কর্মবিরতী পালন করছেন।কাজ না থাকার কারনে অনেকের ঘরে খাবার নেই।রতনা চা বাগানের শ্রমিকদের পাশে এসে দাড়িয়েছেন কয়েকজন যুবক।
উপজেলা মৎস্যজীবী লীগের সাবেক সাধারন সম্পাদক রুবেল আহমদের নেতৃত্বে এসব যুবক চাদাঁ তুলে আজ শনিবার শ্রমিকদের মধ্যে চাল বিতরন করেছেন।এতে সহযোগতিা করেন রতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, বিকাশ পাল,সাবেক ইউপি সদস্য অমিত পাল, মেম্বারস ইরানি, লিটন ঘোষ, মুন্না রাজবংশী, সুমন রায়, দীলিপ ঘোষ, উত্তম পাত্র, মালিক মিয়া, দিলীপ রাজগড়, সুনীল রাজগড় প্রমুখ।